শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

চাঁপাইনবাবগঞ্জে বিপিপিএর কর্মশালা অনুষ্ঠিত 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে বিপিপিএর কর্মশালা অনুষ্ঠিত 

চাঁপাইনবাবগঞ্জে ‘সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) জেলা প্রশাসনের আইসিটি ল্যাবে এ কর্মশালা অুনষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন টেকসই সরকরি ক্রয়। সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাদিহিতা বাড়ানোর পাশাপাশি টেকসই ক্রয় নিশ্চিতে ভূমিকা রাখতে পারে নাগরিক সম্পৃক্ততা। এক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে ‘সরকারি ক্রয়বাতায়ন’ নামের সিটিজেন পোর্টাল। 

এই পোর্টাল  থেকে সহজেই সরকারি ক্রয়ের সব তথ্য পাচ্ছেন নাগরিকরা। এতে জেলা পর্যায়ে উন্নয়ন কাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করার সুযোগ তৈরি হয়েছে। এটি  টেকসই ক্রয়ের লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখতে পারবে। 

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এ কর্মশালার আয়োজন করে। সহযোগিতায় ছিল বিপিপিএর পরামর্শক প্রতিষ্ঠান ডিনেট।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বিপিপিএ-র পরিচালক  ও সরকারের যুগ্ম সচিব মো. মাহফুজার রহমান। এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুস সামাদ। সূচনা বক্তব্য দেন বিপিপিএর উপপরিচালক শাখাওয়াত হোসেন।  কর্মশালায় ডিনেট রে নির্বাহী পরিচালক শাহাদাত হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও দরপত্রদাতা, নাগরিক সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। 

টিএইচ